ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গোপালগঞ্জে ৪টি ইট ভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৭, ১৪ ডিসেম্বর ২০২০
গোপালগঞ্জে ৪টি ইট ভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গোপালগঞ্জে অবৈধভাবে ভাটা চালানোর অভিযোগে চারটি ইট ভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওইসব ইটভাটার মালিককে অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসনের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বৈধ চিমনী না থাকার দায়ে চারতলা গ্রামের এমএসবিআই ব্রিকস, কেকানিয়া গ্রামের মেসার্স লাল পরি ব্রিকস, মেসার্স এসকেবি ব্রিকস ও মেসার্স আরআরবি ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়। 

সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. আসাদুজ্জামান জানান, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব ইটভাটার কোন অনুমতি নেই। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

বাদল সাহা/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়