ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নোয়াখালীতে দুদকের মামলায় জেলা জজকোর্টের নাজির কারাগারে

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:২০, ১৪ ডিসেম্বর ২০২০
নোয়াখালীতে দুদকের মামলায় জেলা জজকোর্টের নাজির কারাগারে

নোয়াখালীতে দুদকের করা মানি লন্ডারিং মামলায় ৩৬ কোটি ৭০ লাখ টাকা পাচারের অভিযোগে জেলা জজকোর্টের নাজির মো. আলমগীর হোসেনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে আদালত এ নির্দেশ দেন।

আলমগীর হোসেন ফেনী জেলার দাগনভুঞা উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নোয়াখালী জেলা জজ আদালতে নাজির হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দুদক নোয়াখালী মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করে। মামলাটি নোয়াখালী জর্জ কোর্টে চলমান রয়েছে। 

এর আগে ২০১৯ সালের ১৯ আগস্ট দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মাওলা সুজন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়