ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বাধীনতার আদর্শের প্রশ্নে আপস করবো না: কাদের 

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৬:৫০, ১৭ ডিসেম্বর ২০২০
স্বাধীনতার আদর্শের প্রশ্নে আপস করবো না: কাদের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপস করবো না।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কওমি আলেমদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুও পাকিস্তানিদের সঙ্গে বৈঠক করেছে, তারা কী চেয়েছিল জানতে। কওমি আলেমদের সঙ্গে বৈঠকটা করা হয়েছে, কারণ আমরা জানতে চাই তারা কী চায়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, এই প্রশ্নে আপস করবো না। সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি।’ 

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়াই এবারের বিজয় দিবসের মূল অঙ্গীকার জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আজ আমাদের এই দুটি ধারা চলছে। আজকের শপথ হবে সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ, ঢাল-পালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস‌্য ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়