ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজয় দিবসে পদ্মা সেতুর কাছে দর্শনার্থীদের ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৩, ১৬ ডিসেম্বর ২০২০
বিজয় দিবসে পদ্মা সেতুর কাছে দর্শনার্থীদের ভিড়

কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান। আজ বিজয় দিবসে পদ্মা সেতু দেখতে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ছুটে এসেছেন অসংখ‌্য দর্শনার্থী। পদ্মা নদীর দুই পাড়েই সেতুর কাছে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে বিভিন্ন বয়সী নানা শ্রেণি-পেশার মানুষের আগমনে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মার পাড় পরিণত হয়েছে মিলনমেলায়।

দর্শনার্থীদের মধ্যে কেউ সেতুর ছবি তুলেছেন, কেউ সেতুর সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ শুধু চেয়ে দেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। অনেকে নদীতে ট্রলার বা নৌকায় করে খুব কাছ থেকে দেখেছেন পদ্মা নদী ও সেতুর সৌন্দর্য।

কয়েকজন দর্শনার্থী এ প্রতিবেদককে বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের কোটি মানুষের গর্ব, দেশের সক্ষমতার প্রতীক। এটি বিজয়ের মাসে আরেকটি বিজয়।’

রতন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়