ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পুলিশের অন্যরকম ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:৫৪, ১৬ ডিসেম্বর ২০২০
বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পুলিশের অন্যরকম ভালোবাসা

মহান বিজয় দিবসে মিষ্টির ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আপ্যায়িত করার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অন্যরকম ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে মিষ্টি নিয়ে যান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন। তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মিষ্টিমুখ করান এবং বিজয়ের শুভেচ্ছা জানান। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা পুলিশের এ ব্যতিক্রমী উদ‌্যোগের প্রশংসা করেন এবং ওসিকে ধন্যবাদ জানান।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিজয়ের এই দিনে শ্রদ্ধা জানাতে তাদের বাড়িতে গেছি। কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত এলাকায় বসবাসরত প্রত‌্যেক বীর মুক্তিযোদ্ধার বাসায় নিজ হাতে মিষ্টি পৌঁছে দিয়েছি।’

এছাড়া, বুধবার সারা দিন কোতোয়ালী থানায় আসা সেবাপ্রত্যাশীদের মিষ্টি দিয়ে আপ্যায়ণ করা হয়।

রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়