ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

খাগড়াছড়ি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:১৮, ১৮ ডিসেম্বর ২০২০
প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

পুলিশ সুপুরের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ মামলার চার্জশিট দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির আদালতের পরিদর্শক আব্দুল জব্বারের কাছে আলোচিত এ মামলার চার্জশিট ও আলামত জমা দেন তদন্ত কর্মকর্তা গোলাম আফছার। পরে খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ তাদের শনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করেছে। অপর দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে স্বীকারোক্তি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে নয় আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। 

গত ২৪ সেপ্টেম্বর রাতে বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাত নয়জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাত আসামি কারাগারে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মানিক/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়