ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডোমারে চার শতাধিক নারীর সড়ক অবরোধ-বিক্ষোভ

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৫৮, ১৯ ডিসেম্বর ২০২০
ডোমারে চার শতাধিক নারীর সড়ক অবরোধ-বিক্ষোভ

নীলফামারীর ডোমার উপজেলায় বিভিন্ন লোভনীয় অফার দিয়ে সহস্রাধীক নারীর কাছ থেকে প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে ‘ডোমার বাজার সমবায় সমিতি’ নামের একটি প্রতারক চক্র। 

সেই টাকা ফেরতের দাবিতে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টা হতে ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে প্রায় দুই ঘণ্টা ধরে ডোমার-ডিমলা সড়ক অবরোধ করে রাখে চার শতাধিক ভুক্তভোগী নারী। 

এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রায় এক কিলোমিটার যানজট তৈরি হয়।

ভুক্তভোগী নারী পারুল বেগম (৩০), সেফালী আক্তার (২০), উম্মে হাবিবা (৪৮) জানান, ৮০ হাজার টাকা সমবায় সমিতিতে জমা দিলে তিন দিন পর একটি মোটরসাইকেল দেয়। ১৫ দিন পর সেই টাকা ফেরতও দেয়। এভাবে কয়েকজনকে বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। এরপর মাত্র দেড় মাসে হাজারের ওপরে সদস্য যুক্ত হয়। এতে প্রায় ছয় থেকে সাত কোটি টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে গেছে।

মারুফা আক্তার (২৫), শিরিনা বেগম (৩৩) বলেন, ‘আমরা গরু-ছাগল বিক্রি করে সমিতিতে টাকা দিয়েছি। আমাদের টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে গেছে। টাকা ফেরত না পাওয়ায় আমাদের অনেককে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা এখন কী করব? কোথায় যাব? আমাদের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

মুন্নি আক্তার (৩২) ও লাকি বেগম (৩৯) বলেন, ‘আমাদের টাকা ফেরত না দিলে ও প্রতারকদের গ্রেপ্তার করা না হলে আমরা আমরণ অনশন শুরু করব।’

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘সমিতির শুরুতে আমরা নারী সদস্যদের ওই সমিতিতে টাকা বিনিয়োগ করতে নিষেধ করি। তারা আমাদের কথা না শুনে, উল্টো পুলিশ সদস্যদের লাঞ্চিত করে। থানায় কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে ব‌্যবস্থা নেওয়া হবে।’

সিথুন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়