ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির কাতল-বোয়াল 

রাজবাড়ী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:২৩, ২০ ডিসেম্বর ২০২০
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির কাতল-বোয়াল 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশালাকৃতির একটি কাতল ও একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছ দুটির ওজন ৪২ কেজির বেশি।

রোববার (২০ ডিসেম্বর) ভোরে দৌলতদিয়ার ১নং ফেরিঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় দৌলতদিয়ার ছাত্তার মেম্বারপাড়ার জেলে জামাল হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে। মাছটির ওজন হয়েছে ২১ কেজি ২০০ গ্রাম। আর ধাওয়াপাড়া ঘাটের জেলে শুকুর হালদারের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। সেটির ওজন ২১ কেজি। 

সকাল ৭টার দিকে জেলেরা মাছ দুটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের মৎস্য আড়তে নিয়ে আসলে মানুষ তা দেখতে ভিড় করে। 

পরে নিলামে উঠলে বোয়াল মাছটি ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকা দিয়ে কিনে নেন। পরে ঢাকার ব্যবসায়ীর কাছে তিনি ২২০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেন। কাতল মাছটি আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৩৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬২০ টাকায় কিনে নেন। 

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এত বড় মাছ সচরাচর দেখা যায় না। তবে এ বছর পদ্মা নদীতে বড় বড় বেশ কয়েকটি মাছ ধরা পড়েছে। 
 

সরোয়ার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়