ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাভারে র‌্যাবের অভিযান: উদ্ধার ১২, আটক ৭

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ২৪ ডিসেম্বর ২০২০  
সাভারে র‌্যাবের অভিযান: উদ্ধার ১২, আটক ৭

সাভারে কোম্পানি খুলে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৭ জনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কবলে থাকা ১২ জনকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলঝোরা এলাকায় হাজি মোহাম্মদ বিল্লালের মালিকানাধীন সাইজুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তরিকুল ফোরস্টার সিকিউরিটি লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ৭ জন হলেন— মো. সেকান্দারের ছেলে মো. সেলিম হোসেন (২৯), মৃত মেগুর আলীর ছেলে মো. সোহেল রানা (২৪), মো. জসিম উদ্দিনের ছেলে মো. আজিজুল ইসলাম (২২), মো. ইমান আলি ফকিরের ছেলে মো. সোহান (১৮), মো. নুর ইসলাম ব্যাপারির ছেলে মো. জাহাঙ্গির হোসেন (২১), সালাউদ্দিন মানিকের মেয়ে ফারহানা আক্তার সিমু (১৮), মো. আনিছ খানের মেয়ে তাসলিমা আক্তার (২০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৪ এর একটি দল বুধবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোরায় ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।  এ সময় প্রতারক চক্রের ৭ জনকে আটক ও প্রতারণার স্বীকার হওয়া ১২ জনকে উদ্ধার করা হয়।

এছাড়া, তরিকুল ফোরস্টার সিকিউরিটি লিমিটেডের ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫টি অব্যাহতির ফরম, নিয়োগ বিজ্ঞপ্তির ছোট ব্যানার ৩০টি, ১টি টিন সার্টিফিকেট, ৩টি নিয়োগপত্র, ক্লায়েন্টের ১টি তালিকা, কোম্পানি অ্যাক্টের ১টি বই, কর্পোরেশনের একটি বই, ১টি স্ক্যানার, ১টি সিপিইউ, ২টি মনিটর, ১টি মাউস, ১টি কি বোর্ড, ১টি ল্যাপটপ, ২টি রেজিস্টার খাতা, ২৫টি জীবনবৃত্তান্ত ও ১১টি মোবাইল।
র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান,  প্রতারক চক্রের সদস্যরা নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে।  আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাব্বির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়