ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বান্দরবানে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

বান্দরবান সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১১:১৩, ২৪ ডিসেম্বর ২০২০
বান্দরবানে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে বাজারের ওই মার্কেটের এক দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুইয়া।

সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুইয়া জানান, আজ সকাল ৮.১৫ মিনিটে বাজারের কেএসপ্রু মার্কেটের এক দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর আগুন পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ‌্যে বাজারের ১৩ দোকান পুড়ে যায়। আগুনে একটি ওষুধের দোকান,একটি লাইব্রেরি,৩টি মুদি দোকানসহ কয়েকটি ইলেকট্রনিক মেশিনারীর দোকান পুড়ে যায়।

এদিকে, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনী,পুলিশ,রেডিক্রিসেন্ট ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুইয়া।

বাসু/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়