ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খাগড়াছড়িতে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:১৭, ২৬ ডিসেম্বর ২০২০
খাগড়াছড়িতে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই ট্রাকসহ তিন গাড়ি খালে পড়ে গেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের পুরাতন বাজার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রিজ ভেঙে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সময় আটজন আহত হয়। তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি উত্তম চন্দ্র দেব জানান, সকালে লংগদুর দিক থেকে কাঠবোঝাই দুইটি ট্রাক দীঘিনালার দিকে যাচ্ছিল। একসঙ্গে দু’টি কাঠের গাড়ি ব্রিজ অতিক্রম করার সময় পাটাতন ভেঙে গিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহী থ্রি-হুইলারটির পড়ে যায়।

ওসি উত্তম চন্দ্র দেব আরও  জানান, অতিরিক্ত বোঝাই থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, ভাঙা বেইলি ব্রিজ দিয়ে পুনঃরায় যান চলাচল স্বাভাবিক করতে ৫-৭ দিন সময় লাগতে পারে। আমাদের কারিগরি দল ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছে।

মানিক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়