ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন টুটুল

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১১:৩০, ২৭ ডিসেম্বর ২০২০
টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন টুটুল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শেখ তোজাম্মেল হক টুটুল।

সব জল্পনা-কল্পনা, আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনী বৈতরনী পার হতেই নৌকার বৈঠাটি তার হাতে উঠলো।

দলীয় প্রতীক পাওয়ার বিষয়টি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের নিশ্চিত করেছেন।

সভাপতি শেখ আবুল বাশার খায়ের জানান, শনিবার সন্ধ্যায় গণভবনে নমিনেশন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তোজাম্মেল হক টুটুলকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান তাকে এ তথ্য জানিয়েছেন বলেও তিনি জানান।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

এর আগে আসন্ন টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে ৮ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছিলেন। পরে দলীয় প্রার্থীতা পেতে জেলা আওয়ামী লীগের গঠিত মনোনয়ন বোর্ডে বর্তমান পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপ‌তি ফোরকান বিশ্বাসসহ বেশ ক‌য়েকজন মনোনয়নপত্র জমা দেন।

তবে টুঙ্গিপাড়া উপজেলার শতভাগ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হওয়ায় দলীয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভার মেয়র নির্বাচিত হবেন এমনটি মনে করছেন এলাকার সাধারণ ভোটারা।

দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ধন্যবাদ জা‌নিয়ে শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, ‘আমি আওয়ামী লীগের নেতা নই একজন সাধারণ ক‌র্মী। জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমা‌ধি সৌধে কমপ্লেক্সে দেশের বি‌ভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের খোঁজ খবর রাখাসহ তাদের দেখাশুনা করেন। তি‌নি আজীবন বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও তার প‌রিবারের সদস্যদের খেদমত করে যেতে চান।’

বাদল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়