ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা

রেজাউল করিম, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৯ ডিসেম্বর ২০২০  
স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা

দ্বিতীয় দফায় আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচর দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। এই রোহিঙ্গারা ‘স্বেচ্ছায় খুশি’ হয়ে সেখানে যাচ্ছেন বলে জানিয়েছেন। নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত তারা সেখানে বসবাস করবেন। 

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে বসবাস করছেন। মূলত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশের চেয়ে ভাসানচরে বসবাসের সুবিধা পেয়ে তারা যেতে আগ্রহী হয়েছেন। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর প্রথম জাহাজ ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামের পতেঙ্গাস্থ বোট ক্লাব সংলগ্ন জেটি ছেড়ে যায়। এই সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেন। এরপর আজ নৌবাহিনীর সুব্যবস্থাপনায় ভাসানচরের উদ্দেশে রওনা হচ্ছেন। 

আমীর হোসেন নামের এক রোহিঙ্গা রাইজিংবিডিকে বলেন, ‘কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘিঞ্জি পরিবেশে দিনাতিপাত করতে হতো। এখন ভাসানচরে উন্নত সুযোগসুবিধা নিয়ে পাঁচজনের পরিবার একটি বাসায় থাকতে পারবো।’   

রোহিঙ্গা নারী আমিনা বেগম রাইজিংবিডিকে বলেন, ‘প্রথমবার আমার কয়েকজন আত্মীয় ভাসানচরে গেছেন। তাদের কাছে ভালো সুযোগসুবিধার কথা জানতে পেরে আমরা ৬ জনের পরিবার যাওয়ার জন্য নিজেদের ইচ্ছায় নাম অন্তর্ভুক্ত করি। আজ আমরা যেতে পারছি বলে অনেক খুশি।’ 

আরেক রোহিঙ্গা আলম বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিকের ঝুপড়ি ঘরে ৫ জনের পরিবার বসবাস করে আসছিলাম। ভাসানচরে বসবাসের ভালো সুবিধা রয়েছে। তাই যাচ্ছি।’  

ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক নৌবাহিনীর কর্মকর্তা কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, দ্বিতীয় দফায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ৪২৭ পরিবারের ১ হাজার ৭৭২ জন ভাসানচরে যাচ্ছে। নৌবাহিনীর ৭টি জাহাজে তারা দুপুর ২টা নাগাদ ভাসানচরে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।  

কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ভাসানচরে লক্ষাধিক  রোহিঙ্গার থাকার উন্নত সুযোগসুবিধা নিশ্চিত করা হয়েছে। খেলার মাঠ, স্কুল, হাসপাতাল, হাঁস-মুরগির খামার, বিশুদ্ধ পানিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে সেখানে।
 

ঢাকা/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়