ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৫৫, ২ জানুয়ারি ২০২১
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় নুর আলম (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২ জানুয়ারি) গ্রেপ্তার নুর আলমকে আদালতে পাঠানো হবে। এর আগে শুক্রবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পৌরশহরের পূর্ব চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নুর আলম (৫৫) পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের ওহিদুলের ছেলে।

ওসি প্রদীপ কুমার রায় জানান, পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটির অবস্থান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সেই ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলে নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি প্রদীপ কুমার রায় আরও জানান, এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, ঘটনাস্থল পরির্দশন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।

ইউএনও রেজাউল করিম জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের বিষয়টি আসলে দুঃখজনক। গ্রেপ্তার বৃদ্ধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হিমেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়