ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লায় ওয়ালটনের উদ্যোগে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৭, ৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৩৪, ৩ জানুয়ারি ২০২১
কুমিল্লায় ওয়ালটনের উদ্যোগে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লায় ওয়ালটন প্লাজার উদ্যোগে করোনাভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ এর ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ও অসংখ্য পুরস্কারসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ এবং স্বাস্থ্য সচেতনতায় মাস্ক জরুরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ালটন প্লাজা রাজগঞ্জ, চকবাজার, পদুয়ারবাজার ও বুড়িচং শাখার পক্ষ থেকে এই জনসচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার বিকেলে ওয়ালটন প্লাজা রাজগঞ্জ, চকবাজার, পদুয়ার বাজার ও বুড়িচং শাখার পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে নগরীর কান্দিরপাড় টাউন হল থেকে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চকবাজারে গিয়ে শেষ হয়।

মাস্ক বিতরণ কর্মসূচি ও র‌্যালির উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ।

এ সময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (আপারেশন) আরিফুর রহমান, ওয়ালটন কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন, কুমিল্লা জোনের ক্রেডিট মনিটর তারিকুল ইসলাম, ওয়ালটন প্লাজা চকবাজার শাখার ম্যানেজার নজরুল ইসলাম, রাজগঞ্জ প্লাজার ম্যানেজার আরিফুল হক, বুড়িচং প্লাজার ম্যানেজার আব্দুল আলীম, পদুয়ার বাজার শাখা ম্যানেজার শাহিনুর আলম, ওয়ালটন প্লাজার ডিলার ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

ইমরুল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়