ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সোনারগাঁওয়ে ইলেকট্রনিক্স কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট 

নারায়ণগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:১৬, ৩ জানুয়ারি ২০২১
সোনারগাঁওয়ে ইলেকট্রনিক্স কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইলেকট্রনিক্স কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করাছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

রোববার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনারগাঁওয়ে ত্রিপদী এলাকায় কনকা ইলেকট্রনিক ফ্রিজ প্রস্তুতকারী কারখানায় আগুন লাগে।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি, ডেমরা, মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’   

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

হাসান উল রাকিব/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়