ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সোনারগাঁওয়ে কারখানার আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৩ জানুয়ারি ২০২১  
সোনারগাঁওয়ে কারখানার আগুন নিয়ন্ত্রণে 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ত্রিপদী এলাকায় কনকা ইলেকট্রোনিক্স পণ্য তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রোববার (৩ জানুয়ারি) সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করবে। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি। 

উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, এ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না। আর কারখানায় প্লাস্টিক ও ধাতব পদার্থ থাকায় তিন তলা ভবনের স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  

বেলা পৌনে ১১টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ, সোনারগাঁওসহ আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে কারখানার মেশিনসহ উৎপাদিত পণ্য ক্ষয়ক্ষতি হয়েছে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। 

রাকিব/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়