ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাগুরায় ইট ভাটাকে ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:১৬, ৪ জানুয়ারি ২০২১
মাগুরায় ইট ভাটাকে ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা জেলা সদর এবং সকল উপজেলাতে বেআইনিভাবে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই কৃষি জমি ব্যবহার, ড্রাম চিমনির ব্যবহার, জ্বালানি কাঠের ব্যবহার ইত্যাদির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেক্ট মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মাগুরায় জেলা প্রশাসন সূত্র জানা যায়, অবৈধ্য ইট ভাটা মালিকদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মাগুরা সদরে রিয়া ও শাপলা ইটভাটাকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা, শ্রীপুরে এসএবি ইটভাটাকে দেড় লাখ টাকা, মহম্মদপুরে নদী ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং শালিখা উপজেলায় ৫টি ইটভাটাকে মোট ৩০ লাখ ৫০ হাজার টাকা সর্বমোট ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জেলা ও থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়