ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

গোপালঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৫২, ৬ জানুয়ারি ২০২১
গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেছেন, জনবান্ধব মানবিক পুলিশিং কার্যক্রম চালিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হবে।

সেই সঙ্গে মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণ, চুরি রোধে তিনি সকলের আন্তরিকতা ও সহায়তা কামনা করেন।

বুধবার (৬ জানুয়ারি) সকালে শহরের পুলিশ অফিসার্স ক্লাবের হলরুমে গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি, স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব পেয়ে আমি গর্ববোধ করছি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাত আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী, মুকুসুদপুর সার্কেল) মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি পরিদ আহম্মেদ দাঁড়িয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, রিপোর্টাস ফোরামের সহ-সভাপতি প্রসুন মণ্ডল, সাধারণ সম্পাদ এসএম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল সাহাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলার সাংবাদিকগণ নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান।

বাদল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়