ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা: সিলেট বিভাগে মৃত্যুহীন দিনে শনাক্ত ১৮

নিজস্ব প্রতিবেদক, সিলেট  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৬ জানুয়ারি ২০২১  
করোনা: সিলেট বিভাগে মৃত্যুহীন দিনে শনাক্ত ১৮

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১৫ হাজার ৮৯০ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৬ জনের।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিট-১৯ সম্পর্কিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন; এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৪২ জন।

বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় মোট ৯ হাজার ২১৬ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৫১৮ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৯৬৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২০২ জন, সুনামগঞ্জ জেলায় ২৬ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন মারা গেছেন।

এখন পর্যন্ত সুস্থ হওয়াদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলার ৮ হাজার ৮২৪ জন রয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬০২ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ১৫ এপ্রিল প্রথম করোনায় মৃত্যু হয়। বর্তমানে সিলেটে দুটি আরটি-পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।
 

নোমান/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়