ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজশাহী বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৬ জানুয়ারি ২০২১  
রাজশাহী বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগের বগুড়ায় তাদের মৃত্যু হয়।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে  বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে ৩৭৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিভাগে নতুন ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ১২১ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৬৩৯ জন। এদের মধ্যে ২২ হাজার ৪৭৬ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৭৬ জন।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়