ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৬ মাসেই হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের টার্গেট পূরণ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:৩৭, ৬ জানুয়ারি ২০২১
৬ মাসেই হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের টার্গেট পূরণ

হিলি স্থলবন্দরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া বার্ষিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ মাসেই পূরণ হয়েছে। ২০২০-২১ অর্থবছরে গত ৬ মাসে এই স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছে ১৫২ কোটি ২৭ লাখ ৯৩ হাজার টাকা। লক্ষ্যমাত্রা ছিল ১৩২ কোটি ৮৮ লাখ টাকা। 

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম।

সাইদুল আলম রাইজিংবিডিকে জানান, ২০২০-২১ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দর থেকে সর্বমোট রাজস্ব আদায় হয়েছে ১৫২ কোটি ২৭ লাখ ৯৩ হাজার টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৬ মাসে বন্দর থেকে প্রায় ২০ কোটি (১৫%) রাজস্ব বেশি আদায় হয়েছে। গত অর্থবছরে একই সময় বন্দর থেকে রাজস্ব আদায় হয়েছিল ৮৮ কোটি ৯৭ লাখ টাকা। 

সাইদুল আলম আরো জানান, ডিসেম্বর মাসে হিলি বন্দরে পাথর আমদানি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২১৭ মেট্রিকটন। এখান থেকে রাজস্ব এসেছে ১২ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৬১৩ টাকা। ডিসেম্বরে মোট রাজস্ব আদায় হয়েছে ২২ কোটি ২১ লাখ ১ হাজার ৫৬৮ টাকা। হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান হিলি কাস্টমসের এই কর্মকর্তা।

মোসলেম/বুলাকী/তারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়