ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুলাউড়া পৌর নির্বাচন: ৭ প্রার্থীকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৮ জানুয়ারি ২০২১  
কুলাউড়া পৌর নির্বাচন: ৭ প্রার্থীকে জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় অংশগ্রহণকারী ৭ প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবালসহ কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানকালে প্রচারণায় নির্দিষ্ট পরিমাপের চেয়ে বড় পোস্টার ব্যবহার, দেয়ালে পোস্টার ও স্টিকার লাগানো, বিলবোর্ড লাগানোর অপরাধে ৭ কাউন্সিলার প্রার্থী থেকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করে জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, এনিয়ে ৩ দিনের অভিযানে ২৩ জন প্রার্থীর কাছ থেকে জরিমানা করে মোট ৯৫ হাজার টাকা টাকা আদায় করা হয়েছে।

সাইফুল্লাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়