ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জলমহাল নি‌য়ে ২ প‌ক্ষের সংঘর্ষ নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৮ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:৫৬, ৮ জানুয়ারি ২০২১
জলমহাল নি‌য়ে ২ প‌ক্ষের সংঘর্ষ নিহত ১

স‌ুনামগ‌ঞ্জের ধর্মপাশায় জলমহাল দখল নি‌য়ে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে শ্যাম চরণ বর্মণ (৬০) নামের এক জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরও ১০ জন।

বৃহস্প‌তিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার সোনই নদী জলমহাল এলাকায় সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অ‌তিরিক্ত পু‌লিশ সুপার হায়াত উন নবী সায়েম।  

‌নিহত শ্যাম চরণ বর্মণ সোনই গ্রা‌মের বা‌সিন্দা। তিনি পেশায় মৎসজীবী। ত‌বে তি‌নি কোন প‌ক্ষের তা জানা যায়‌নি। তাৎক্ষ‌ণিকভা‌বে আহত‌দের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

স্থানীয়দের বরাত দিয়ে অ‌তিরিক্ত পু‌লিশ সুপার হায়াত উন নবী সায়েম জানান, উপ‌জেলা প্রশাসন থে‌কে সোনই নদী জলমহাল গ্রুপ সোনই মৎসজীবী স‌মি‌তি ইজারা নেন। প‌রে সোনই মৎসজীবী স‌মি‌তি লোকজন দুইভা‌গে বিভক্ত হ‌য়ে প‌ড়ে। এরপর জলমহল দখল নি‌য়ে দুই প‌ক্ষের বি‌রো‌ধে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। বিরো‌ধের জের ধ‌রে বৃহস্পতিবার রা‌তে দুই প‌ক্ষের লোকজন ‌দেশীয় অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লেই শ্যাম চরণ বর্ম‌ণের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ১০ জন। খবর পে‌য়ে ধর্মপাশা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লেই গি‌য়ে নিহতের লাশ উদ্ধার করে এবং পরি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। 

অ‌তিরিক্ত পু‌লিশ সুপার আরও জানান, জলমহাল এলাকায় অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়েছে। বর্তমা‌নে পুলিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ করেছে। তবে থানায় এখনও কোনো পক্ষ অভিযোগ ক‌রে‌নি। অভিযোগ পেলে ব‌্যবস্থা নেওয়া হবে।

আল আমিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়