ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৮ জানুয়ারি ২০২১  
অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ বিভিন্ন অনিয়মের কারণে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম‌্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।

ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান,  বিকেলে তার নেতৃত্বে  শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, ওজনে কম দেওয়া, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারসহ নানা অপরাধে নিউ সুপার ফুড গার্ডেন, সুমাইয়া স্পেশাল বেকারি, গাউছেপাক বেকারি অ‌্যান্ড কনফেকশনারি এবং  আউলিয়া বেকারিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার, ২০০৯’ এর  বিভিন্ন ধারার অপরাধে ৪টি মামলায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলাকালে এসআই হামিদুল হকের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়