ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৩২, ৯ জানুয়ারি ২০২১
ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির সদর উপজেলার ঠাকুরছড়া এলাকায় কৃষি জমির মাটি কাটার দায়ে ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ইটভাটার মালিক মো. সেলিমকে এই জরিমানা করেন।

জেলা প্রশাসনের কার্যালয়ের তথ্যমতে, আইন অনুসারে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় ব্যবহারে নিষেধ। খাগড়াছড়ি সদরের ইটভাটার মালিক মো. সেলিম সেই আইন লঙ্ঘন করে মাটি কেটে ভাটায় নিচ্ছেলেন। ভ্রাম্যমাণ আদালত তাকে আড়াই লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করতে সতর্ক করা হয়।

খাগড়াছড়িতে অবৈধভাবে ৪২টি ইটভাটা চলছে। যেগুলোতে কৃষি জমি ও পাহাড় কেটে সেই মাটি দিয়ে তৈরি ইট কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে।

নুরুচ্ছাফা/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়