ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

না.গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ০৩:২৮, ১০ জানুয়ারি ২০২১
না.গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ১৫ শ্রমিক আহত হয়েছে।

বকেয়া বেতনের দাবিতে শনিবার (৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে কুংতন অ‌্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিল। সেসময় পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে। 

শ্রমিকরা জানায়, গত চার মাস ধরে বকেয়া বেতন পাচ্ছে না তারা। বেতন দেওয়ার নামে মালিকপক্ষ বারবার ঘোরাচ্ছে। সকালে তারা শন্তিপূর্ণ আন্দোলন শুরু করলে পুলিশ তাদের লাঠি পেটা করে ও টিয়ার সেল নিক্ষেপ করে তাড়িয়ে দেয়। এতে ১৫ জন শ্রমিক আহত হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী হক জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেওয়ার চেষ্টা চলছে।

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়