ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ হতে হবে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৯ জানুয়ারি ২০২১  
‘শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ হতে হবে’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ হতে হবে। এজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।’

শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘এন্টারপ্রিনিয়ার্স ডায়রি’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব‌্যে এ কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রকৃত পরিবেশ, সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সহায়তা খুব প্রয়োজন। তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রছাত্রীদের উপযোগী করে তৈরি করতে না পারলে টিকে থাকা কঠিন হবে। এজন্য প্রত্যেকের ডিজিটাল দক্ষতা থাকতেই হবে। যন্ত্র বা প্রযুক্তি দুটি জায়গা দখল করতে পারবে না—মেধা এবং সৃজনশীলতা।’

ওয়েবিনারে আরও বক্তব‌্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ‌্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান ও অধ্যাপক সাদিয়া আহমেদ প্রমুখ।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়