ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছাত্রলীগ নেতার মানবিকতা

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১০ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৫৭, ১০ জানুয়ারি ২০২১
ছাত্রলীগ নেতার মানবিকতা

মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরেফিন মধ্যরাতে ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।

শনিবার (৯ জানুয়ারি) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার আশপাশের এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন এই ছাত্রলীগ নেতা।

কম্বল পেয়ে খুশি সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম গ্রামের সখিনা বেগম, ফরিদা বেগম। তারা বলেন  ‘এই শীতে একটি কম্বল কতো প্রয়োজন তা একমাত্র শীতে কষ্ট পাওয়া গরিব মানুষ ভালো জানে। এই শীতের রাতে ছেলেটা আমাদের কম্বল দিলো। আল্লাহ তার ভালো করবে।’

খেতু পাড়া গ্রামের রহিম মিয়া বলেন, ‘অভাবের তাড়নায় দুই বেলা খাতে পাইনি। শীতের কাপড় কিনব কি করে? তাই ঠাণ্ডার ভয়ে বিকেল হলেই ঘরে দরজা দিয়া থাকি। দম ফেলতে পারিনি। কম্বল পেয়ে এখন কিছুডা চিন্তামুক্ত হলাম।’

ছাত্রলীগ নেতা শামসুল আরেফিন  জানান, প্রাণের সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগ যেন তার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ায়, তারই ধারাবাহিকতায় নেত্রীর নির্দেশ মোতাবেক অসহায় শীতার্ত মানুষের জন্য ভালোবাসার উপহার, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, আপনারাও করতে পারেন।

শামসুল আরেফিন বলেন, ‘ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মী যদি এভাবে তাদের সাধ্যমতো আর্ত মানবতার সেবায় এগিয়ে আসে, তাহলে খুব শিগগিরি শতভাগ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত  বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।’

শামীম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়