ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভালুকায় পেপার কারখানায় শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১১ জানুয়ারি ২০২১  
ভালুকায় পেপার কারখানায় শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পেপার্স মিলের কারখানায় মেশিনের ফ্যানে কাটা পড়ে মেহেদী হাসান (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কাশর এলাকার ভূইয়া পেপার্স মিলের কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মেহেদী হাসান।

মেহেদী হাসান উপজেলার পাড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি মেহেদী হাসান জানান,  সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোররাতে কিছু শ্রমিক কারখানায় কাজ করছিল। শীতের ভোরে কাজের ফাঁকে ফাঁকে আবার কেউ কেউ বিশ্রামও নিচ্ছিল। এ সময় সবার অজান্তে মেহেদী হাসান নামে এক শ্রমিক ফিতার উপর রাখা কাগজের বান্ডেলের ভিতরে ডুকে ঘুমিয়ে পড়েন।

আনুমানিক ২০ মিনিট পরে মেশিনের ফিতা ঘুরতে ঘুরতে কাগজের বান্ডেল মেশিনের ভিতরে ঢুকে যায়। এতে মেশিনের ভিতরের পাখায় কাটা পড়ে মেহেদী হাসানের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভূইয়া পেপাস মিলের এডমিন কর্মকর্তা আব্দুর রহিম জানান, ভুইয়া পেপার মিলে চলতি মাসের ৭ তারিখে মেহিদী হাসান শ্রমিক হিসেবে চাকুরিতে যোগদান করেন। তবে তার মৃত্যুর ঘটনায় তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

মিলন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়