ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১৫ জানুয়ারি ২০২১  
সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ আসামি গ্রেপ্তার

সাতক্ষীরায় সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ছিনতাই হওয়া দু’টি ইজিবাইক। সাতক্ষীরার পুলিশ অভিযান চালিয়ে মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর থানায় এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন এ তথ‌্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ১২ ডিসেম্বর সাতক্ষীরা ও বিনেরপোতা এলাকায় তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌঁছানোর আগেই পথিমধ্যে চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাওয়ানোর মাধ্যমে চালককে অজ্ঞান করে জনমানবহীন স্থানে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এঘটনায় সদর থানায় দু’টি মামলা হয়। তদন্তে জানা যায়, ছিনতাইচক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার অধিবাসী। সাতক্ষীরা সদর থানার একটি টিম দু’টি জেলায় ৪ দিন অভিযান পরিচালনা করে গতকাল ৯ আসামিকে গ্রেপ্তার করে। এছাড়া জব্দ করা হয় চুরি হওয়া দু’টি ইজিবাইক। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়