ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বকশীগঞ্জে ৪০০ বস্তা সার জব্দ, আটক ২

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১৫ জানুয়ারি ২০২১  
বকশীগঞ্জে ৪০০ বস্তা সার জব্দ, আটক ২

জামালপুরের বকশীগঞ্জে কালোবাজারে পাচার হয়ে আসা দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৪০০ বস্তা সার জব্দ করেছে পুলিশ।

এসময় বাবুল মিয়া (৩৫) ও হেলপার নূর মাহমুদ (২৯) নামের দুজনকে আটক করা হয়। এছাড়া সময় সার বহনকারী ট্রাকটিকে (ঢাকা-মেট্রো-২২-৭৮৬৫) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মেরুর চরের নতুন টুপকারচর গ্রামের ব্যবসায়ী দুলাল মিয়া ও জাহিদুল ইসলাম মঞ্জু খানের গুদাম ঘরে সার আনলোড করার সময় ৪০০ বস্তা টিএসপি ও পটাশ সার জব্দ করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )শফিকুল ইসলাম সম্রাট বিষয়টি নিশ্চিত করেছেন।

দুলাল মিয়া জানান, তিনি ও তার ভাই মঞ্জু ৫ লাখ টাকা মূল্যের একট্রাক সার ৪০ হাজার টাকায় কিনেছেন।

ওসি শহিদুল ইসলাম সম্রাট জানান, জেলার মেলান্দহ বিএডিসির গুদাম থেকে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার রতন ট্রের্ডাসের মালিক সুরুজ্জামান সরকার নির্ধারিত মূল্যে ৪০০ বস্তা টিএসপি ও পটাশ সার উত্তোলন করেন। এই সার ট্রাকযোগে রৌমারিতে যাওয়ার কথা ছিলো। কিন্তু কালোবাজারে সেই সার বিক্রি হয়ে যায়। দুলাল মিয়া ও জাহিদুল ইসলাম মঞ্জু খান তা কিনে নেন। পরে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।

সেলিম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়