ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাবনার চার পৌরসভার ভোটগ্রহণ চলছে, ভোটারের উপস্থিতি কম

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:৪৪, ১৬ জানুয়ারি ২০২১
পাবনার চার পৌরসভার ভোটগ্রহণ চলছে, ভোটারের উপস্থিতি কম

পাবনার চারটি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

এই জেলার ঈশ্বরদী, ভাঙ্গুড়া, ফরিদপুর ও সাঁথিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  এর মধ্যে একমাত্র ফরিদপুর পৌরসভায় ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে।

আর ভাঙ্গুড়া পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় শুধু পুরুষ ও কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর বাইরে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।

শাহীন রহমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়