ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীর গাড়ি ভাঙচুর, আহত ১ 

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১৬ জানুয়ারি ২০২১  
শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীর গাড়ি ভাঙচুর, আহত ১ 

ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খানের গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এতে আহত হয়েছেন একজন।

পুলিশ ও বিজিবি লাঠিচার্জ করলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে শৈলকুপার ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে যান স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খান। তখন এ হামলা করা হয়।

তৈয়বুর রহমান খান বলেন, ‘নৌকার প্রার্থী কাজী আশরাফুল আজমের সমর্থকরা এ হামলা চালিযেছে। এ সময়  তারা আমার গাড়ি ভাঙচুর করে। হামলায় একজন আহত হয়েছেন।’

তবে নৌকার মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম এ হামলার কথা অস্বীকার করেছেন। 

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ 

ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়ন করা হয়েছে। শৈলকুপায় প্রথম বারের মতো ১৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতি ভোটগ্রহণ চলছে।

রাজিব/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়