ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বসুরহাটে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১৬ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:২৫, ১৬ জানুয়ারি ২০২১
বসুরহাটে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন শুরু হচ্ছে ভোট গণনা।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে তা চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এই পৌরসভায় তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কামাল উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোনো ‘অনিয়ম’ বা ‘অন্য কিছু’ তার চোখে পড়েনি। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা বা তার এজেন্টরা কোনো অভিযোগ করেননি।

দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, কাছে কোনো প্রার্থী বা তাদের এজেন্ট কোনো অভিযোগ করেননি।

সুজন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়