ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চসিক নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রচারণায় সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৬ জানুয়ারি ২০২১  
চসিক নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রচারণায় সংঘর্ষ, আহত ১২

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। 

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে নগরীর লালখান বাজার ওয়ার্ডের টাইগার পাস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি ছিল লালখান বাজার ওয়ার্ডে। বিকেল ৫টার দিকে নির্ধারিত টাইগার পাস এলাকায় পথসভার আয়োজন করা হয় প্রার্থীর পক্ষ থেকে। কিন্তু গণসংযোগ ও পথ সভায় প্রার্থী আসার আগেই আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম এবং আবুল হাসনাত বাবুল গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 

এ সময় পথ সভায় গণজমায়েতকে কেন্দ্র করে উভয় গ্রুপে প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। 

আহতদের চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়