ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নৌকাকে হারিয়ে ধানের শীষের হ্যাটট্রিক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৫, ১৭ জানুয়ারি ২০২১  
নৌকাকে হারিয়ে ধানের শীষের হ্যাটট্রিক

দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু তৃতীবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। 

শনিবার (১৬ জানুয়ারি) রাতে নির্বাচন অফিসের ঘোষিত ফলাফল অনুয়ায়ী বিএনপির ধানের শীষ প্রতীকে তোফাজ্জল হোসেন ভুট্টু ভোট পেয়েছেন ৭ হাজার ৭৮৮ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ভোট পেয়েছেন ৭ হাজার ৪০২। অর্থাৎ নৌকাকে ৩৮৬ ভোটের ব্যবধানে পেছনে ফেলে ধানের শীষের প্রার্থী জয়লাভ করেন।

এছাড়া নির্বাচনে মেয়র পদে অংশ নেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক ভোট পেয়েছেন ৮৪৬।

এদিকে কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—  ১ নং ওয়ার্ডের হাবিবুল আলম, ২ নং ওয়ার্ডে মমতাজ আলী, ৩ নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে ওয়াহেদুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে আলউদ্দীন, ৬ নং ওয়ার্ডে হুমায়ুন কবির, ৭ নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, ৮ নং ওয়ার্ডে জার্জিস আলম রতন, ৯ নং ওয়ার্ডে কামরুল এবং সংরক্ষিত নারী কাউন্সিলর তাছলিমা, মাহাবুবা জামান রত্না ও জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুর রশিদ মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে ১৬ হাজার ৭৪ জন ভোটার ভোট দেন। এ নির্বাচনে ৬২ দশমিক ৬.২ ভোট সংগ্রহ হয়।

তিনি আরো জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভেট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

তরিকুল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়