শেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর পৌর এলাকার কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।
নিহত আব্দুল খালেক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার লাউ কল গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পিকআপের হেলপার হিসেবে কাজ করতেন।
এসআই জাহাঙ্গীর হোসেন জানান, রোববার সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা কাঠবোঝাই পিকআপ শেরপুরের কাঠালতলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তা পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝায় ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার আব্দুল খালেকের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে।
এনাম/বুলাকী