ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ২২ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ২৩:০২, ১৭ জানুয়ারি ২০২১
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ২২ আসামির জামিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের মামলায় চার্জশিটভুক্ত ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। সবার এক মাসের জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টন হোসেন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এসব তথ‌্য নিশ্চিত করেছেন। 

গত বছরের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় তিতাসের গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে বাইতুস সালাত জামে মসজিদে নামাজ পড়তে যাওয়া ৩৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটির তদন্তভার দেওয়া হয়।

রাকিব/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়