Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০৯ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৪ ১৪২৭ ||  ২৪ রজব ১৪৪২

যশোরের অভয়নগরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৩, ১৮ জানুয়ারি ২০২১  
যশোরের অভয়নগরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি ভস্মীভূত

যশোরের অভয়নগরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) ভোররাতে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। রেল চলাচল স্বাভাকি আছে।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা  জানান, রবিবার ভোর আনুমানিক সাড়ে ৩ টার সময় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এসময় ওই ট্রেনের পাওয়ার কারের বগিতে আগুন লেগে যায়। ট্রেনে ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে টেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও পাওয়ার কারের বগিটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।

রিটন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়