ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় সাড়ে চারশো যানবাহন 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১৮ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:৪৯, ১৮ জানুয়ারি ২০২১
পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় সাড়ে চারশো যানবাহন 

মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এতে করে পাটুরিয়া ঘাট এলাকায় তিনশো যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া উথুলী সংযোগ সড়কে দেড়শো ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

সোমবার ( ১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফিরোজ কবির জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ বেড়েছে। তাই পাটুরিয়া ঘাট থেকে ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফেরি চলাচল শুরু হলে ও পাটুরিয়া ঘাট এলাকায় চাপ কমলে এসব পণ্যবাহী ট্রাক সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে। উথুলী সংযোগ মোড়ে প্রায় দেড়শো সাধারণ পণ্যবাহী ট্রাক রয়েছে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, রাতে পদ্মা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পদ্মা নদীতে ৪ থেকে ৫টি ফেরি নোঙ্গর করে। তাই দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় তিনশো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়