ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৮ জানুয়ারি ২০২১  
বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম দুপুরে নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— চাপাই নবাবগঞ্জের মোছা. আখি খাতুন (১০), মো. মতিয়ার রহমান (৩৫), মোছা. হাসিনা বেগম (৩০), মো. কয়ের আলী (৫৫), মো. জাহিদ মিয়া (২৫), মোছা. সাথী খাতুন (৭), মো. খলিল মিয়া (২৫) ও মো. সুমন আলী (৩০)।

রেজাউল করিম জানান, নাটিয়াপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রাক (নম্বর বিহীন) দাঁড়ানো ছিল। অপরদিকে, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাস (কুষ্টিয়া ব -১১-০০৪২) বালুবোঝাই ট্রাকের কাছে এসে দাঁড়ালে পিছন থেকে অজ্ঞাত এক বাস তাকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এর ফলে মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

কাওছার/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়