ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একমাত্র ভোটটি দিলেন কে?

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৪৭, ১৮ জানুয়ারি ২০২১
একমাত্র ভোটটি দিলেন কে?

ইসমত আলী

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মাত্র ১ ভোট পেয়েছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইসমত আলী। যদিও এই ভোটটি তিনি নিজেও দেননি। তাহলে কে তাকে এই ভোট দিলেন?

শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন পাঁচজন। এর মধ্যে জামানত হারানো অন্য দুই প্রার্থী হলেন- আমির হোসেন; তিনি পেয়েছেন ১৬ ভোট। আর সুহেলুজ্জামান লিপ্টন; তিনি পেয়েছেন ২৯ ভোট। লুৎফুর রহমান মাখন পানির বোতল প্রতীকে ৭৭২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 

মাত্র একটি ভোট পাওয়ার কারণ ব্যাখ্যার চেষ্টা করেছেন ইসমত আলী। তিনি বলেন, এই নির্বাচনে তিনি ও তার আপন মামা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতীক ছিল ডালিম। আর মামা লুৎফুর রহমান মাখনের পানির বোতল। তার মামা জয়ী হয়েছেন।  

ইসমত আলী বলেন, ‘আমরা মামা-ভাগ্নে দ্বন্দ্ব করতে গিয়ে অন্যজন জয়ী হতে পারে- এমন ভেবে মামাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাই আমি। কিন্তু প্রতীক রয়ে যায়। আমি নিজেও নিজেকে ভোট দেইনি। কেউ আমাকে একটি ভোট উপহার দিয়েছেন।’

কে ভোটটি দিয়েছেন তা অবশ্য জানা যায়নি। তবে ভোটটি নিয়ে এলাকায় আলোচনা হচ্ছে।
 

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়