Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৪ মার্চ ২০২১ ||  ফাল্গুন ১৯ ১৪২৭ ||  ১৯ রজব ১৪৪২

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১৮ জানুয়ারি ২০২১  
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

মেহেরপুরের সদর উপজেলার গহরপুর গ্রামের তৈরিপোশাক ব্যবসায়ী মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার হাতিকাটা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, মাসুম স্ত্রীকে নিয়ে ফ্রিজ কেনার জন্য চুয়াডাঙ্গায় যান। ফ্রিজ কিনে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী শ্যালোমেশিন চালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাসুমের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এতে গুরুতর আহত হন লিভা খাতুন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন দায়িত্বরত চিকিৎসক। রাজশাহী নেওয়ার পথে লিভা খাতুন মারা যায়। মাসুম ও লিভা খাতুনের ৪ বছরের মেয়ে রয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

মহসিন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়