ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনামূল্যে করোনার টিকা পাবেন গাজীপুর সিটির সব নাগরিক: মেয়র

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৯ জানুয়ারি ২০২১  
বিনামূল্যে করোনার টিকা পাবেন গাজীপুর সিটির সব নাগরিক: মেয়র

‘গাজীপুর সিটির সব নাগরিক বিনামূল্যে করোনার রোগের টিকা পাবেন’ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ‌্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর গাছা অঞ্চলীক কার্যালয়ে সিটি কর্পোরেশন আয়োজিত করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন পর্যায়ের কমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।   

মেয়র বলেন, ‘সিটির নাগরিকরা যাতে বিনামূল্যে করোনার টিকা পান সে জন‌্য মনিটরিং সেলের অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে সিটির সকল নাগরিককে টিকার আওতায় আনা হবে। নাগরিকরা যেন ভ্যাকসিন বাবদ কোনো ব্যক্তির মাধ্যমে কোনো অৰ্থ লেনদেন না করেন, সেজন্য তাদের সচেতন থাকতে অনুরোধ করা হলো।’

এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তাসহ গাজীপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 

রফিক সরকার/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়