ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফটিকছড়িতে সংরক্ষিত বন থেকে অবৈধ বসতি উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ২০ জানুয়ারি ২০২১  
ফটিকছড়িতে সংরক্ষিত বন থেকে অবৈধ বসতি উচ্ছেদ

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ ফরেস্ট রেঞ্জ এলাকায় সংরক্ষিত বনের জায়গা থেকে অবৈধ বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ।

চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিত চৌধুরী এবং হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দখলকৃত বনভুমি উদ্ধার করা হয়।

নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিত চৌধুরী জানান, হাসনাবাদ রেঞ্জের তারাকো বিটের আওতাধীন সংরক্ষিত বনের ভুমি দখল করে পাকা স্থাপনা নির্মান করে দখল করে নিয়েছিলো প্রভাবশালী মহল। এর আগে এই স্থাপনা উচ্ছেদে একাধিকবার অভিযান চালালে দখলদাররা বন কর্মিদের উপর হামলা চালিয়ে আহত করে।

সর্বশেষ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক পাকা, আধাপাকা স্থাপনা উচ্ছেদ করে বিপুল পরিমাণ সংরক্ষিত বনভুমি উদ্ধার করা হয়েছে।

বনভুমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।

রেজাউল করিম/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়