ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিষমুক্ত সবজি চাষ করে চমকে দিয়েছে পুলিশ 

আলী আকবর টুটুল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৪৫, ২০ জানুয়ারি ২০২১

ভক্ত দাস মণ্ডল। বাগেরহাট মডেল থানার কনস্টেবল তিনি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে চমকে দিয়েছেন সবাইকে।

বাগেরহাট মডেল থানাসংলগ্ন ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবনের পাশে মাত্র ১০ শতাংশ জমিতে সবজি চাষ করেন তিনি। সেখানে লাউ, বেগুন, বিটকপি, আলু, শিম, গাজর ও কাঁচামরিচসহ নানা প্রকার সবজি হয়েছে। এই বিষমুক্ত সবজি মডেল থানার পুলিশ কর্মকর্তাসহ ব্যারাকের অর্ধশত পুলিশ সদস্যের চাহিদা মেটাচ্ছে।

ভক্ত দাস মণ্ডল বলেন, ‘‘এই থানায় যোগদানের কিছু দিন পর করোনা সংক্রমণ বেশি হয়। এরপর  প্রধানমন্ত্রী ঘোষণা দেন পতিত জমিতে সবজি চাষ করার। আমি আগের কর্মস্থলে সবজি চাষ করে সফলতা পাই। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল হক বলেন, ‘পতিত জমিতে সবজি চাষ করতে হবে।’ বিষয়টি আমি জানতে পেয়ে তার অনুমতি নিয়ে সবজি চাষের উদ্যোগ নেই। বালু দিয়ে ভরাট করা জমিতে চাষাবাদের উদ্যোগ নেই। গোবরের সার সংগ্রহ করে বেগুন ও লাউসহ নানা ধরনের সবজির বীজ বোপন করি। নির্ধারিত সময়ে দায়িত্ব পালনের পর ক্ষেতের যত্ন ও পরিচর্যা করি। কিছু দিনের মধ্যে গাছে ফুল ও ফল আসতে থাকে। এখন গাছে লাউ, বেগুন, শীমসহ বিভিন্ন সবজি রয়েছে। বিষমুক্ত সবজি উৎপাদন করতে পেরে আমি নিজেও খুশি।  মডেল থানার সব সদস্য এখান থেকে সবজি নেন।’'

                                                জমি থেকে সবজি তুলছেন ওসি কে এম আজিজুল ইসলাম

বাগেরহাট মডেল থানার উপপুলিশ পরিদর্শক আছাদুজ্জামান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে নিজেদের জমিতে বিষমুক্ত সবজি উৎপাদন করে খেতে পারছি। এর আগে কখনও এই জমিতে কোনো সবজি আমরা উৎপাদন করতে পারিনি।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘এই জমিটি পরিত্যক্ত ছিল, ময়লা আবর্জনা ভরা জমিতে মশা ও পোকা মাকড়ের বসবাস ছিল। আমি যোগদানের পর প্রধানমন্ত্রীর ঘোষণায় অনুপ্রাণিত হয়ে এই জমি চাষাবাদের উদ্যোগ নেই। আমার এক কনস্টেবল চাষাবাদে দক্ষ ছিলেন। তার সঙ্গে কথা বলে এই জমিতে চাষাবাদ শুরু করি। তাকে সব ধরনের সহযোগিতা করি। আমি নিজেও একজন কৃষকের সন্তান, সেই হিসেবে পরিত্যক্ত জমিতে চাষাবাদ করতে পারলে ভালো লাগে। বাগেরহাটের সবার প্রতি আমার অনুরোধ, যেটুকু জমি আছে সেই জমিতে আপনারা চাষাবাদ শুরু করেন।’

বাগেরহাট/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ