ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রার্থীর মৃত্যুতে চসিকের ৩১নং ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২০ জানুয়ারি ২০২১  
প্রার্থীর মৃত্যুতে চসিকের ৩১নং ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত

তারেক সোলায়মান

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ৩১ নম্বর আলকরন ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। 

ক্যান্সারে আক্রান্ত হয়ে কাউন্সিলর প্রার্থী ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তারেক সোলায়মান সেলিমের মৃত্যুতে এই ঘোষণা দেওয়া হয়।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।

নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বিধিমালা-২০ অনুযায়ী ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে সব ধরনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তারেক সোলায়মান চসিকের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে পর পর চারবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়