ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৫৪, ২১ জানুয়ারি ২০২১
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনা এড়ানোর জন্য আবহাওয়া পরিমাপক বসানো হয়েছে। এই যন্ত্রে কুয়াশার মধ্যে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম প্রদর্শন করার সঙ্গে সঙ্গে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাতে একাধিকবার ও বৃহস্পতিবার ভোর ৬টা হতে ৯টা পর্যন্ত ঘন কুয়াশা ও ট্রাফিক জামের কারণে তিন দফায় টোল আদায় বন্ধ ছিলো। ফলে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে সেতু টোল আদায় কয়েক দফা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।’

কাওছার/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়