ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনা অপরাধে ৫ বছর জেলে

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ০৪:৫২, ২২ জানুয়ারি ২০২১
বিনা অপরাধে ৫ বছর জেলে

বিনা অপরাধে পাঁচ বছর জেল খেটে অবশেষে রাজধানীর পল্লবীর বেনারসী কারিগর আরমান বিহারী উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কাশিমপুর-২ কারাগার থেকে মুক্তির পর স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৬ সালে পল্লবী থানার এক মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিনের পিতার নামের সঙ্গে মিল থাকায় আরমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

জেল সুপার আব্দুল জলিল জানান, সকালে আরমান মুক্তি পেয়েছেন। আইনজীবী হুমায়ূন কবির পল্লবের এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আরমানকে মুক্তি দেন। 

এসময় আদালত তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেন।

এদিকে, বিনা অপরাধে জেলা খাটার বিষয়ে দোষী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আরমানের বৃদ্ধা মা বানু। 

সুপ্রিম কোর্টের আইনজীবী পল্লব জানান, আরমান জেল থেকে মুক্ত হয়েছেন। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা উল্লেখযোগ‌্য।

রফিক সরকার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়